Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
4পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টুঙ্গীপাড়ায় বঙ্গন্ধুর বাড়িতে এবার প্রায় সাতটি পশু কোরবানী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মনি, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ ‘৭৫ এর ১৫ আগস্ট নিহত বিভিন্ন জনের নামে প্রতিবছরের মতো এবারো কোরবানী দেওয়া হবে। পারিবারিক সূত্র এ খবর জানিয়েছে।
এছাড়াও গণভবনেও প্রতিবছরের ন্যায় এবারও কোরবাণী দেওয়া হবে। মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে।
জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার কারণে এবার সবশ্রেণির মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না।
পারিবারিক একটি সূত্রে জানা গেছে, বিশিষ্ট আইটি বিজ্ঞানী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ইতোমধ্যে তার মায়ের সঙ্গে আলোচনা করে কোরবানির আয়োজন করেছেন টুঙ্গিপাড়ায় ও রংপুরে।
ঈদুল আজহা উপলক্ষে ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন। প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) তার ছেলে হজরত ইসমাইল (আ.)- কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়।
হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পরও দুই দিন পশু কোরবানি করার ধর্মীয় বিধান আছে।