খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
পবিত্র ঈদুল আজহা উদযাপনে রাজধানী ঢাকাসহ সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপি আইনশৃঙ্খলা বাহিনীর দেড় লক্ষ সদস্য মোতায়েন রয়েছে। এরমধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মোতায়েন রয়েছে ১২ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।।
এদিকে রাজধানীর সুপ্রীমকোর্ট প্রাঙ্গনস্থ জাতীয় ঈদগাহ ময়দান ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিতব্য ঈদের জামাত ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। অপরদিকে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা আজ বৃহস্পতিবার থেকেই সাদা পোশাকে মহানগরীর বিভিন্নস্থানে নগরবাসীর নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছেন।
এ ব্যাপারে ডিএমপি কমিশনার জানান, ‘ঈদুল আজহা উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদে আয়োজিত ঈদের জামাত সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।’
তিনি আরও জানান, অন্যান্য বাহিনীর সঙ্গে এবার পুলিশের সোয়াত টিমও নিরাপত্তা রক্ষায় বিশেষভাবে কাজ করছেন। যে সকল স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সতর্ক অবস্থানে থাকবেন বলে ডিএমপি কমিশনার উল্লেখ করেন।