খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে যাওয়া শত শত মানুষ পদপিষ্ট হয়ে প্রাণ হারানোর প্রেক্ষাপটে এখনও বাংলাদেশের কোনও ব্যক্তির হতাহত হওয়ার খবর জানাতে পারেনি সৌদি আরবের দূতাবাস কিংবা বাংলাদেশের সরকার।
এদিকে এ হতাহতের খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন হজ্বের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে যাওয়া লাখ লাখ মানুষের স্বজনরা।
বিবিসির সাথে আলাপকালে বাংলাদেশের বেশ কয়েকজন জানিয়েছেন, অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারলেও, কেউ কেউ এখনো তাদের স্বজনদের সাথে যোগাযোগ করতে পারেননি।
ফোনে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন তারা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় মিনায় দুটো হট লাইন নম্বর চালু করার খবর জানিয়েছে।
সৌদি আরবে বাংলাদেশের দূতাবাসের একজন কর্মকর্তা মো: আসাদ জানিয়েছেন বাংলাদেশী কেউ হতাহত হয়েছে কিনা সে তথ্য এখনো তাদের হাতে আসেনি।
এদিকে মিনায় হাজিদের প“লিত হওয়ার খবর বাংলাদেশে তাদের স্বজনরা প্রথমে জানতে পারেন সামাজিক মাধ্যম এবং অনলাইন এবং টেলিভিশনের খবর দেখে ।
উদ্বিগ্ন স্বজনরা এরপর তাদের খবর নিতে শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে কেই কেউ খবর জানতে পারেন। বিবিসি