খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
মিনায় হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা পালনের সময় বৃহস্পতিবার প“লিত হয়ে ৫ বাংলাদেশী হাজির নিহতের খবর পাওয়া গেছে। বাংলাদেশী হাজিদের নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।
বাংলাদেশ দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান ১ জন নিহতের খবর নিশ্চিত করলেও নিহতদের এজেন্সী সূত্রে বাকিদের পরিচয় জানা গেছে। এ নিয়ে ৫ বাংলাদেশীসহ কমপক্ষে ৭১৭ জন নিহত ও ৮৬৩ আহত বলে জানিয়েছে সিভিল ডিফেন্স।
নিহত বাংলাদেশীরা হলেন- ফেনী জেলার তাহেরা বেগম এবং তার ভাই নূর নবী, সুনামগঞ্জ জেলার জুলিয়া হুদা, জামালপুর জেলার ফিরোজা খানম ও কক্সবাজার জেলার জাহানারা বেগম। এ দিকে বাংলাদেশ দূতাবাসের কন্সাল এ কে এম শহীদুল করিমের বরাত দিয়ে এক মহিলা হাজী নিহতের খবর জানিয়েছে সৌদি গেজেট।
বাংলাদেশীদের খবর জানতে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছেন মক্কায় হজ মিশনের মেডিকেল টিম। মক্কায় হজ মৌসুমে প্রচ- যানজট থাকায় প্রচুর ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
দূতাবাসের হজ কাউন্সিলর আসাদুজ্জামান জানান, ইতোমধ্যে মক্কা হজ মিশনের মেডিকেল টিমের প্রধান ড. হাসান জাহাঙ্গীরসহ একটি গ্র“প মক্কার হাসপাতালগুলোতে বাংলাদেশী হাজীদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন। এখন পর্যন্ত বাংলাদেশী আহতদের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
এদিকে মিনায় সামসু নুর নামের একজন বাংলাদেশী হাজী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন হজের স্বেচ্ছাসেবক ও মদিনা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মাসুম বিল্লাহ। তিনি জানান, সামসু নুর (৬২) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাউরকাপন গ্রামের আতাউল্যার ছেলে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা তাকে মিনা সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসায় তার জ্ঞান না ফিরলে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।