Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
12বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এবার প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ করছি। কিন্তু এখানে আপনাদের সবাইকে কাছে পেয়ে মনে হচ্ছে আমি যেন দেশেই আছি। আপনারা আমার পরিবারের সদস্যের মতোই আপন। দেশের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সারা দেশ যেন আজ কারাগার। বিএনপির প্রতিটি নেতাকর্মী মামলায় মামলায় ফেরারী। একেক জনের উপর একশর বেশি মামলা। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,সামনে সুদিন আসবেই। লন্ডন সফরে আসার পর এ অনুষ্টানে যোগ দেবার মধ্য দিয়ে প্রকাশ্যে কোন অনুষ্টানে বক্তব্য রাখলেন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার লন্ডন সময় রাতে ইলফোর্ডের লেকভিউ ভেনু্যুতে যুক্তরাজ্য বিএনপি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিওর ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্টানের আয়োজন করে। অনুষ্টানে ব্রিটেনের ইন্টারন্যাশন্যাল ডেভোলাপমেন্ট মিনিষ্টার ব্যারোনেস সন্দিপ ভার্মা ব্যাক্তিগতভাবে তারেক রহমানের আমন্ত্রনে যোগ দেন।
অনুষ্টানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া তারেক রহমানের স্ত্রী ডা: জোবাইদা রহমান সভামঞ্চে ছিলেন। এ অনুষ্টানের মধ্য দিয়ে বিএনপির কোন অনুষ্টানে আনুষ্টানিকভাবে যোগ দিলেন ডা: জোবাইদা রহমান। তবে অনুষ্টানে আয়োজকরা অনুরোধ জানালেও কোন বক্তব্য রাখেননি তিনি। তারেক রহমান তার সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তবে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এখন লন্ডনে অবস্থান করলেও তাকে দেখা যায়নি অনুষ্টানে।
যুক্তরাজ্যের বাংলা মিডিয়ার সাংবাদিকবৃন্দ,কমিউনিটি নেতৃবৃন্দ,কাউন্সিলার সহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্টানে যোগ দেন।
অনুষ্টানে সাবেক মন্ত্রী সাবেক মন্ত্রী আমির খছরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেন। বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু,তাবিথ আউয়াল ছাড়াও দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান,যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক,সাধারন সম্পাদক কয়সর এম আহমদ,তারেক রহমানের উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম,যুক্তরাজ্য সহ-সভাপতি আবুল কালাম আজাদ,লুতফুর রহমান,আক্তার হোসেন,মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন,কানাডা বিএনপির সভাপতি ফয়সল চৌধুরী ,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মামুন,ব্যারিষ্টার মওদুদ আহমদ,তাজ উদ্দীন,কামাল উদ্দীন,সাবেক প্রথম যুগ্ম সাধারন সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন ও নাসিম আহমদ চৌধুরী,সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন,যুবদল আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন জানান, এক হাজার আমন্ত্রিতের জন্য অনুষ্টানে বসার ব্যাবস্থা করা হলেও ধারন ক্ষমতার দ্বিগুনের বেশি অতিথি অনুষ্টানে যোগ দেন।