খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও সিএবির সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার স্থলাভিষিক্ত হলেন। জগমোহন ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া হয়েছেন সিএবির যুগ্ম মহাসচিব।
আজ বৃহস্পতিবার সিএবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রশাসনিক ভবন নবান্নে এই ঘোষণা দেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আজ দুপুরের পর নবান্নে ডালমিয়ার ছেলে অভিষেক ডালমিয়া, সিএবির কোষাধ্যাক্ষ বিশ্বরুপ দেসহ অন্যান্যদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই সৌরভ গাঙ্গুলীর নাম চূড়ান্ত হয়। এর আগে, বুধবার নবান্নে সৌরভের সঙ্গে একপ্রস্থ বৈঠকও হয়েছিলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
সেই সময় নবান্নের একটি সূত্র মতে জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সৌরভ হাল ধরুন সিএবির। অবশ্য জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সিএবি সভাপতি পদে নাম উঠে এসেছিলো সৌরভের। যদিও সিএবি সভাপতি পদে সৌরভের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর নামও হাওয়ায় ভাসছিলো। এছাড়াও সিএবির দুই প্রবীণ কর্তাও ছিলেন সিএবি সভাপতির দৌঁড়ে। এর মধ্যেই বুধবার ডালমিয়ার পারলৌকিক ক্রিয়ার জন্য ডালমিয়া পুত্র অভিষেক ডালমিয়াকে সঙ্গে নিয়ে সৌরভ যান মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করতে।
জানা যায়, সেখানেই সিএবি সভাপতি প্রসঙ্গে একপ্রস্থ কথা হয় দুজনের মধ্যে। মুখ্যমন্ত্রী সৌরভকে সিএবি সভাপতি পদে বসানোর ইচ্ছা প্রকাশ করেন। যদিও সৌরভ গোটা বিষয়টিকে জল্পনা বলে এড়িয়ে গিয়েছিলেন। তবে সৌরভ জল্পনা বলে এড়িয়ে গেলেও সিএবি কর্তাদের একাংশ কিন্তু তখনই মনে করেছিলেন, সৌরভ সিএবি সভাপতির দৌঁড়ে রয়েছেন। কারণ, এর আগে সৌরভ ১৪ মাস যুগ্মসচিব পদে কাজ করেছেন। অবশেষে সেই রহস্য উদঘাটন করে বাংলার মহারাজকেই সিএবির সভাপতি পদে বসানোর ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, সিএবির সভাপতি পদে নিয়োগ পাওয়ার পর সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো। আমি খুব শিগগিরই দায়িত্ব গ্রহণ করবো। আমাদের অনেক বড় দায়িত্ব পালন করতে হবে।’ নতুন দায়িত্ব দেওয়ার জন্য তিনি সহকর্মীদের ধন্যবাদ জানান।