Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
30মেয়েদের প্রাকৃতিক সৌন্দর্য হল তাদের চুল। এই চুলকে সুন্দর করার জন্য তারা বিভিন্ন উপায় অবলম্বন করেন। মেহেদি পাতা, ডাল, মেথি, বিভিন্ন ধরণের তেল ইত্যাদি তারা সবসময় ব্যবহার করে থাকেন। তবে চুলের উপকারে কখনও বিয়ারের ব্যবহারের কথা শুনেছেন? আসুন জেনে নেই এর উপকারিতা ও ব্যবহার-
বিয়ার অর্থাৎ একটি মদজাতীয় তরল, যা আমাদের সকলের জানা রয়েছে। বিয়ার হপস এবং মল্ট- এই দুটি প্রধান উপাদান আপনার চুল পড়া বন্ধ করবে এবং মাথার ত্বক ভাল রাখবে। বিয়ারের মধ্যে যে চিনি রয়েছে তা চুলের কিউটিকল শক্তিশালী করতে সাহায্য করে। একটি বাটিতে ৪০০মিলি পরিমাণ বিয়ার ঢেলে নিন। এবার সেখানে কিছুক্ষণ আপনার চুল ভিজিয়ে রাখুন। গোসল করার পূর্বে এই কাজ করবেন।
প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং তারপর আপনার চুলে বিয়ার লাগিয়ে রাখুন। খেয়াল রাখবেন যেন সমস্ত চুলে বিয়ার লাগে এবং মাথার স্ক্যাল্পে খুব ভালভাবে বিয়ার ঢেলে মালিশ করবেন। এরপর ২ মিনিট এভাবে চুল রেখে দিন তারপর পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। তারপর চুলে কন্ডিশনার লাগিয়ে নিন। এতে চুল থেকে বিয়ারের গন্ধ দূর হবে। আপনার চুল শুকিয়ে যাবার পর দেখতে পাবেন আপনার চুল চকচকে এবং বাউন্স পূর্ণ হয়ে গেছে।