Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
35পর্ন আসক্তিদের মানসিকতা মাদকাসক্তদের মতোই এক। এদের আচারন একই রকম হয়ে থাকে। সম্প্রতি এক গবেষণায় এমনই তথ্য পাওয়া গিযছে। আদৌ কি যে মানুষদের পর্ন ফিল্ম দেখার নেশা হয়েছে তাদের মানসিকতা একজন চেন স্মোকারের মতোই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় ১৯ জন মানুষের মস্কিষ্কের গবেষণা করছেন। যারা পর্ন ফিল্ম নিয়মিত দেখেন।
এই গবেষণায় দেখা গিয়েছে, পর্ন ফিল্ম দেখা সময় মস্কিষ্কের সেই অংশই সক্রিয় হয় যা মাদকের নেশাগ্রস্ত ব্যক্তির পছন্দের মাদক দেখলে হয়। গবেষণায় এমনও দুজন রয়েছেন যারা কাজের সময় পর্ন ফিল্ম দেখছিলেন বলেই তাদের চাকরি ছাড়তে হয়েছে৷ গবেষণায় সামিল চারজনের বক্তব্য, পর্ন ফিল্ম সেক্স পরিষেবার কাছে যাওয়ার একটি রাস্তা।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর বেলেরি বুন জানিয়েছেন, এটি এই বিষয়ের প্রথম গবেষণা৷ ফলাফলের উপর ভিত্তি করে এটা এখনও বলা সম্ভব নয় যে, একে যৌনতার নেশা বলা যায় কিনা। তিনি জানান, একজন ব্যক্তি যত কম বয়সে নেশাজাতীয় পদার্থের ব্যবহার শুরু করেন, তার ক্ষেত্রে নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা তত বেশি।