Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
38সৌদি আরবের মিনায় পদপিষ্ট হয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত হয়েছে বাংলাদেশের জাতীয় ঈদগাহ ময়দানে কোরবানির ঈদের প্রধান জামাতে।
শুক্রবার সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এই জামাতে ইমামতি করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন।
দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন সবাই, যাতে বিশ্ব শান্তি এবং মুসলমানদের সমৃদ্ধি কামনা করা হয়।
মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান মোনাজাতে বলেন, “হেআল্লাহ, মিনায় যে হাজিরা নিহত হয়েছেন, তাদের হজ কবুল করুন। তাদের বেহেস্ত নসিব করুন।”
হজের আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে বৃহস্পতিবার সকালে মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার সময় ভিড়ের চাপে প“লনে অন্তত ৭১৭ জনের মৃত্যু হয়, আহত হন আট শতাধিক মানুষ।
নিহতদের মধ্যে অন্তত চারজন বাংলাদেশি রয়েছেন বলে পরিবারের কাছে খবর এলেও সরকারিভাবে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।