Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

কামরুল হাসান, ঠাকুরগাঁও, খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
41দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহার নামাজ আদায় শেষে শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।
এ সময় তিনি বলেন, ত্যাগের মহিমা ছড়িয়ে যাক সারাদেশে, সৃষ্টি হোক নতুন বন্ধুত্ব। শান্তি ও মানুষের অধিকার পুন:প্রতিষ্ঠায় উদ্ভাসিত হোক আজকের দিন।
এরআগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সল আমীন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদার, শিক্ষাবিদ ইয়াকুব আলী, শরিফুল ইসলাম, মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন মির্জা ফখরুল।
জামাতে ইমামতি করেন শহরের জেলখানা মসজিদের ইমাম মাওলানা খলিল উল্লাহ।
এ জামাতে পৌর মেয়র এসএমএ মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামসহ ২০ হাজার মুসল্লি অংশ নেন।
এছাড়াও ঠাকুরগাঁও ৩০ বিজিবির মাঠে সকাল ৮টায় ও আনসার ভিডিপি মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।‍