খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
ঈদের দিন সৌদি আরবের মিনায় হজ পালনের সময় প“লিত হয়ে ৭১৭ হাজির মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ। হজ কমিটির প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।
হজের আনুষ্ঠানিকতা পালনের সময় বহস্পতিবার প“লিত হয়ে মারা যান ৭১৭ হাজি। এর মধ্যে বাংলাদেশী ৫ জন হাজি রয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬৩ জন। এ দুর্ঘটনায় স্তব্ধ সৌদিসহ গোটা মুসলিম উম্মাহ। তবে কেন এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নায়াফ।
তদন্তের ব্যাপারে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে সৌদি বাদশা সালমানের কাছে। তিনিই এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করবেন।
এদিকে মিনায় হাজিদের মৃত্যুর জন্য সৌদি কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্টেট নিউজ এজেন্সি ইরনাকে তিনি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় হাজিদের মৃত্যুর জন্য দায়ী সৌদি কর্তৃপক্ষ।’ প“লিত দেশটির কমপক্ষে ৯০ জন হাজির মৃত্যু হয়েছে।