Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
47ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের একটি দূরবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৬০ জন আহত এবং ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার (১৪ মাইল)।
স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দেশটির পূর্বাঞ্চলের সরং এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল উপকূলীয় শহর সরং থেকে খুবই কাছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতুপো পুরও নাগরোহো সংবাদমাধ্যমকে বলেন, ভূমিকম্পে ১৭ জন গুরুতর আহত হয়েছেন। আর ৪৫ জনের মতো লোক ছোটখাট আঘাত পেয়েছেন। তবে এ ঘটনায় প্রায় ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এই কর্মকর্তা জানান, ভূমিকম্পে এ পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভূমকম্পের কারণে সরং এর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই রোগীদের অন্যান্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
এর আগে গত জুলাইয়ে দেশটির পাপুয়া প্রদেশে রিকটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক তরুণের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ২০০৪ সালে আচেহ প্রদেশে সুনামিতে ইন্দোনেশিয়ায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।