Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
52ধর্মের নাম ব্যবহার করে কেউ যাতে ‘ফায়দা লুটতে না পারে; সেজন্য সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শুক্রবার বঙ্গভবনে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। ধর্মকে ব্যবহার করে কেউ যাতে কোন অশুভ ফায়দা লুটতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।” বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ‘জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার কাজে’ লাগানোরও আহ্বান জানান রাষ্ট্রপতি।
“বাংলাদেশ বিশ্ব দরবারে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানা পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। কোরবানির শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ব্যক্তি ও সমাজ জীবনে সঠিকভাবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করি-এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”
ঈদ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে রাষ্ট্রপতির এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তার স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সপরিবারে বঙ্গভবনে আসেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ডিপ্লোম্যাটিক কোরের ডিন বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও এসেছিলেন বঙ্গভবনে।
উ-০১-(৪)উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক,ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, কলামনিস্ট আবুল মকসুদ, শিল্পী ফকির আলমগীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া সংসদ সদস্য, রাজনীতিক, উ”চ আদালতের বিচারপতি, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-শিল্পী, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
রাষ্ট্রপতি তার বক্তব্যের শুরুতেই সৌদি আরবের মিনায় পদপিষ্ট হয়ে সাত শতাধিক মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
শুভেচ্ছা বিনিময় শেষে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি ও তার স্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আপ্যায়ন করেন।