Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০১৫
56রাজধানীর যাত্রাবাড়ী, লালবাগ, ধানমন্ডি, জিগাতলা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় পশু কোরবানির সময় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে কোরবানির সময় রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, রাজধানীতে কোরবানির পশু জবাইয়ের সময় আহত হয়ে এ পর্যন্ত ২৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
যাত্রাবাড়ী থেকে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবুল কালাম বলেন, প্রতিবেশীর গরু কোরবানির সময় হঠাৎ নড়েচড়ে উঠে পশুটি। এ সময় জবাইকারী হুজুরের ছুরি আমার হাতে লাগে, এতে হাতের অনেকটা অংশ কেটে যায়।
জবাইয়ের সময় গরুর লাথিতে আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন লালবাগের মনির হোসেন। হাতে জখম নিয়ে চিকিৎসা নিতে এসেছেন বরকত আলী।
মিরপুর থেকে আসা বরকত আলী জানান, নিজেদের গরু কোরবারি দেওয়ার পর চামড়া আলগা করার সময় ছুরি হাতে লাগে। এতে হাত কেটে যায়।