খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন দুদক (দুর্নীতি দমন কমিশন) কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু । সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন তিনি। তার পারিবারিক একটি ঘনিষ্ঠ সূত্র শুক্রবার রাতে তথ্যটি নিশ্চিত করেছে। দুদক কমিশনারের পারবারিক সূত্রে জানা গেছে, ঈদ উদযাপন করার জন্য তিনি গ্রামের বাড়ি পাবনাতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দুপুরে তাকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা উন্নতি হচ্ছে। তার সুস্থতার জন্য ঢাকাটাইমসের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। এর আগেও গত বছর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। প্রসঙ্গত, দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু জেলা জজ ছিলেন। এছাড়া তিনি ২০০১ সালের নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রধান ছিলেন।