খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
ঈদ উদ্যাপন শেষে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ২৯ ও ৩০ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকিট আগামীকাল শনিবার থেকে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট রেল স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় এ অগ্রিম টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক চারটি টিকিট দেওয়া হবে এবং বিক্রীত টিকিট ফেরত নেওয়া হবে না। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন। সূত্র: বাসস।