খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত বছরে সামরিক শাসন শাসন জারি থাকার কারণে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি হয়েছে শিক্ষা ব্যবস্থায়। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য প্রদানকালে এ কথা বলেছেন।
জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উদ্দেশে ‘গার্লস লিড দ্য ওয়ে’ শীর্ষক বক্তৃতা করেন।
বক্তৃতাকালে আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশে বাল্যবিয়ের অবসান ঘটবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি প্রতিশ্র“তি দিচ্ছি ২০৪১ সালের মধ্যে আমাদের সমাজে বাল্যবিয়ের অবসান হবে। এরই মধ্যে আমরা বেশ কিছু কার্যকর উদ্যোগ নিয়েছি, যার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা এখন বেশি স্কুলে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী সভানেত্রী বলেন, তবে গোটা বিশ্বের পরিস্থিতি দেখলে মেয়েদের অগ্রগতি এখনও অসম রয়ে গেছে, সংঘাতময় এলাকাগুলোতে মেয়েরা অনেক পিছিয়ে। বিশ্বের ৬ কোটি শিশু এখনও স্কুলে যেতে পারছে না, যাদের অধিকাংশই মেয়ে।
এসময় তিনি অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধু নারী শিক্ষার উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সামরিক শাসনামলে সেসব বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সামরিক ও বেসামরিক সকল খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নে ২০৩০ সালের এজেন্ডায় এই দিকটির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। আমরা তাদের পিছিয়ে থাকতে দিতে পারি না।