খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দু’জনের ও সেগুনবাগিচা থেকে শনিবার ভোরে হেনা (৪০) নামে এক পথচারীর মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
পথচারীদের বরাত দিয়ে ওসি জাান, সকালে সেগুনবাগিচা এলাকায় একটি মোটরসাইকেল নারী পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া অন্য দুটি মরদেহের নাম পরিচয় জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।