Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
32বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব থেকে পুরোপুরি মহাসচিবের দায়িত্ব পাচ্ছেন চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের একাধিক সূত্র বলছে, লন্ডন থেকে দেশে ফেরার পর তাকেই দলের মহাসচিবে দায়িত্ব দিতে পারেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি বলছে, ২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল। এবার তাকে পুরোপুরিভাবে মহাসচিব করার বিষয়ে একমত হয়েছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।
২০১১ সালের সালের ১৬ মার্চ বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সজ্জন ব্যক্তি ও সুবক্তা হিসেবে রাজিনৈতিক অঙ্গনে এবং দলের নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় তিনি।
দলের বিভিন্ন সূত্র মনে করছে, মির্জা ফখরুলের নেতৃত্বের প্রতি আস্থার কারণে এবার তাকে দলের মহাসচিবের পদে দায়িত্ব দেয়ার কথা ভাবছেন খালেদা জিয়া। তিনি ভারমুক্ত হয়ে দলের দায়িত্ব পেলে দলের কাজে আরো গতি আসবে বলেও মনে করছেন দলের নেতারা।