খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ১ অক্টোবর দেশে ফিরতে পারছেন না। তার দেশে ফেরা কয়েকদিন বিলম্ব হবে। এর কারণ তার দুই চোখেই অপারেশন করানোর জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চোখে অপারেশন করাবেন। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ঈদের কারণে খালেদা জিয়া কিছুটা সময় নেন। এই তথ্য দিয়েছেন খালেদা জিয়ার পরিবারের সদস্য।
খালেদা জিয়ার ঘনিষ্ট সূত্র জানায়, তিনি চিকিৎসকের কাছে গেছেন । চোখের পরীক্ষা করিয়েছেন। এরপর চিকিৎসক সব পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন চোখের অপরারেশন করাতে হবে। খালেদা জিয়া আবারও চোকের চিকিৎসকের কাছে যাবেন। এরপর তার সঙ্গে আলোচনা করেই অপারেশনের দিন ও সময় ঠিক করবেন। তার দুই চোখেই অপারেশন হবে তবে তা একসঙ্গে নয় আলাদা আলাদা করে। একটি করার কয়দিন পর দ্বিতীয়টি হবে এই বিষয়টি নিয়েও আলোচনা করবেন। আর এই কারণে তিনি ১ অক্টোবর দেশে ফিরে আসবেন এই জন্য আগাম টিকিট কাটলেও তা হচেছ না। ইতোমধ্যে তার টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে।
এদিকে খালেদা জিয়া লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে আট বছর পর এই প্রথমবারের মতো বিদেশে ঈদ পালন করেন। সেখানে বিভিন্ন স্তরের নেতা কর্মী, সমর্থকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও তিনি দীর্ঘ বক্তৃতা করেন। সেখানে তিনি রাজনৈতিক বিভিন্ন বিষয়, সরকারের সমলোচনা, দেশের জনগণের সমস্যা ও আগামী দিনে তিনি কি করবেন সেই সব কিছু পরিকল্পনার কথাও তুলে ধরেন। নেতা কর্মী ও প্রবাসী সমর্থকরা বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ করতে পেরে তারাও আনন্দিত।
তারেক রহমানের ঘনিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়া ঈদের দিন কাটিয়েছেন তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে। আর সন্ধ্যায় নেতা কর্মীদের ও সমর্থকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে খালেদা জিয়া লন্ডন ছাড়াও দেশে তিন জায়গা সহ মোট চার জায়গাতে কোরবানি দিয়েছেন। লন্ডনে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের শাশুড়ীর পছন্দের বিভিন্ন আইটেম রান্না করেন। এরমধ্যে ছির অলিভ ওয়েল এর পোলাও ও অল্প মসলা দিয়ে আদার ঝালে মাংস। স্যুপ ও ফলমূলও ছিল তার খাদ্য তালিকায়। ছিল তার পছন্দের জুস ও অন্যান্য খাবার।
সূত্র জানায়, খালেদা জিয়া খুব বেশি খান না। এই কারণে আগেই ছেলের বউকে তার জন্য বেশি কিছু তৈরি না করার পরামর্শ দেন। তিনি প্রাধান্য দেন ছেলে ও তারা কি খেতে পছন্দ করেন সেটা তৈরি করার উপর। খালেদা জিয়া নিজেও রান্না ঘরে গেছেন। তারেক রহমানসহ পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। তারেক রহমানের বাসা ছোট এই কারণে ঈদের দিন বেশি মানুষ সেখানে যেতে পারেননি। যারা তারেক রহমানের খুব কাছের কেবল তারাই গেছেন। এই সময়ে তারেক রহমান, তার কন্যা ও কোকোর দুই কন্যা অতিথিদের আপ্যায়ন করেছেন।
কযধষবফধঞধৎরয়ঁবসূত্র জানায়, অনেক দিন পর খালেদা জিয়া লন্ডনে ভাল সময় কাটাচ্ছেন। একাকীত্বও অনেকটা ঘোচাতে পেরেছেন। তিনি ওয়ান ইলেভেনের পর থেকে আট বছর ধরে দেশে একাই থাকছেন। নানা দিক থেকে চাপে থাকা খালেদা জিয়া মনে করেছেন লন্ডনে গেলে তার চিকিৎসার পাশাপাশি সময়টাও ভাল কাটবে। তিনি যাওয়ার আগে তার দলের নেতাদের বলে গেছেন, আমি আমার পরিবারের সঙ্গে লন্ডনে ঈদ করবো সেটা ভালই হবে।