Tue. Aug 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
road accident bdঢাকার ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ যাত্রী। শনিবার দুপুর ২টায় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে যাওয়া একটি দূরপাল্লার বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরো দুজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাস দুটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে বাস দুটি সেখান থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়ক সচল হয়।

অন্যরকম