Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
53মৌসুমী ব্যবসায়ীদের বেশি দামে চামড়া কেনার ফলে চামড়া বাজারে অস্থিরতা সৃষ্টি হবে বলে আশঙ্কা আড়তদারদের। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর চামড়া শিল্পের তিন ব্যবসায়ী সংগঠন এ বছর চামড়ার দাম নির্ধারণ করে। ঘোষিত দাম অনুযায়ী, এবার ঢাকায় কোরবানি হওয়া গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ৫০-৫৫ টাকায় বিক্রি হবে।
তবে চামড়া কেনার প্রতিযোগিতা থেকে মৌসুমি ব্যবসায়িরা নির্ধারিত সেই দাম মানছেন না। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া মৌসুমি ব্যবসায়িরা ৬০-৭৫ টাকায় কিনছেন।
এ সব মৌসুমি ব্যবসায়ি চামড়া আড়তদারদের কাছে বিক্রি করে। কিন্তু আড়তদাররা বলছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ট্যানারি মালিকরা তাদের কাছ থেকে চামড়া কিনবে না। ফলে চামড়ার বাজারে অস্থিরতা সৃষ্টি হবে।
রাজধানীর মালিবাগে মৌসুমি ব্যবসায়ী গোলাম কিবরিয়া বলেন, আমরা মালিবাগ থেকে চামড়া কিনছি। সব চামড়া যাতে মসজিদ না পায় তার জন্য আমরা বেশি দামে কিনতে হচ্ছে। প্রতিবর্গফুট চামড়া আমাদের ৬৫-৭০ টাকায় কিনতে হয়েছে। পুরান ঢাকার চামড়ার আড়তদার মেসার্স মা এন্টারপ্রাইজ মৌচাকে মৌসুমি ব্যবসায়িদের থেকে চামড়া সংগ্রহ করছে। প্রতিষ্ঠানটির ম্যানেজার কিবরিয়া বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মৌসুমি ব্যবসায়িরা চামড়া কিনছে। এখন সেই চামড়া যদি আমাদেরকে বেশি দামে কিনতে হয় তাহলে ট্যানারি মালিকরা তা কিনতে চাইবেন না।
রাজধানীর খিলগাওঁয়ের মৌসুমি চামড়া ব্যবসায়ি নিয়ামত উল্লাহ। তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ বর্ষের এই ছাত্র বলেন, এলাকার বড় ভাইয়ের সাথে এ বছর মৌসুমি এ ব্যবসায় নামছি। এই প্রথম বারের মত নামছি। তাই আইডিয়া কম। আমি এক একটা চামড়া ১৬ শ’ থেকে ১৮ শ’ টাকার মধ্যে কিনছি। প্রতি বর্গফুট ৬০- ৬৫ টাকা পড়ছে।
কিন্তু আড়তদারের কাছে বেচতে গেলে তারা নিচ্ছে না। তারা বলছে, এত টাকা দিয়ে তারা চামড়া কিনবে না। অহন দেহি চালানই উঠাইতে পারব না। পুরান ঢাকার আড়তদার ভাই ভাই এন্টারপ্রাইজের মালিক মজিবর রহমান বলেন, এত দাম দিয়ে আমরা চামড়া নিয়া কি বিপদে পড়ব? ট্যানারি মালিকরা দাম নির্ধারণ করে দিয়েছে। তারা তো আমাদের থেকে বেশি দামে কিনবে না। মৌসুমি ব্যবসায়ীরা আনাড়ি। উনারা না বুঝে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনে। আর বাজারকে অস্থিরতা সৃষ্টি করে।
বুধবার রাজধানীর ধানমণ্ডিতে এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে চামড়ার দাম ঘোষণা করে চামড়া-সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেন তারা। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ৫০-৫৫ টাকা ও ঢাকার বাইরে ৪০-৪৫ টাকায় কিনবেন তারা। এছাড়া প্রতি বর্গফুট মহিষের লবণযুক্ত চামড়ার দর ধরা হয়েছে ৩৫-৪০ টাকা। আর দেশজুড়ে খাসির প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ২০-২২ টাকা ও বকরির চামড়া ১৫-১৭ টাকায় সংগ্রহ করা হবে।