খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সাধারণত জুন-জুলাই মাসে। এটাই নিয়ম। ওই সময় থাকে ফুটবলের ফাঁকা মৌসুম। আবহাওয়া সহনীয়। সব দিক বিবেচনা করে বছরের মাঝের এই সময়টাতেই অনুষ্ঠিত হয়ে আসছে বিশ্বকাপের বিগত আসরগুলো।
কিন্তু বিপত্তি বেধেছে ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারকে নিয়ে। জুন-জুলাইতে মধ্যপ্রাচ্যের এই দেশটি থাকে যেন তপ্ত উনুনের মত। তীব্র দাবদাহে সেখানে টিকে থাকাই দায়। তাহলে ফুটবল হবে কিভাবে? এ নিয়ে যখন তুঙ্গস্পর্শী আলোচনা, তখন ফিফা বলে আসছিল, তাহলে শীতকালেই আয়োজন করা হবে ২০২২ বিশ্বকাপ। নভেম্বর-ডিসেম্বরের দিকে বিশ্বকাপ আয়োজ করা হলে টুর্নামেন্টটাও ভালো হবে।
এ নিয়ে ইউরোপে চলছে তুমুল বিরোধিতা। এরই মাঝে ২০২২ কাতার বিশ্বকাপ শুরুর তারিখও ঘোষণা করে দিয়েছে ফিফা। শীতকালেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপের ওই আসর এবং শুরু হবে ২১ নভেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। শুক্রবার কাতার বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করে ফিফা। মাত্র ২৮ দিনে শেষ হবে বিশ্বকাপ।
১৯৯৮-এর পর প্রথমবার এত অল্প দিনে বিশ্বকাপ শেষ করতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বো”চ নিয়ামক সংস্থা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ শেষ হয়েছিল ৩২ দিনে। কাতার বিশ্বকাপে সমসংখ্যক দল খেললেও তা ব্রাজিলের থেকে আরও চারদিন কমেই শেষ হবে টুর্নামেন্ট।
প্রথমে জুন ও জুলাইয়ে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও ইউরোপে শীতকালীন সময়ে টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেয় ফিফা। শুক্রবার ফিফা নির্বাহী কমিটির তরফে কাতার বিশ্বকাপের দিনক্ষণ ঘোষণা করা হয়।