খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
কর ফাঁকি দেওয়ার জন্য নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রাজিলের আদালত। শুক্রবার নেইমারের চার কোটি ৭৬ লক্ষ ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
২০১১ থেকে ২০১৩ এই দুই বছরে প্রায় ৬ কোটি ৩৩ লক্ষ টাকার কর ফাঁকি দিয়েছেন নেইমার। এর আগে বহুবার জানিয়েও লাভ না-হওয়ায় শুক্রবার আদালত নেইমারের সম্পত্তি বাজেয়াপ্ত করে।
আদালত রায় ঘোষণার সময় জানায়, অভিযুক্ত আদালতে হাজির হওয়ার নির্দেশ অমান্য করায় এবং নির্দিষ্ট সময়ের ভেতর কর পরিশোধ না করায় এই সিদ্ধান্ত নেয়া হল।