খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর হাতিরঝিল এলাকায় শুক্রবার রাত ১২টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় মো. মাসুম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় সিদ্দিক (৩৩) ও রিংকু (২৫) নামের আরো দুই যুবক আহত হয়েছেন ।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত রিংকু জানান, শুক্রবার রাতে তারা তিনজন হাতিরঝিলে দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তারা গুরুতর আঘাত পান। পরে সেখানকার লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসুমকে মৃত ঘোষণা করেন।
এদিকে সিদ্দিকের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার ঢামেক হাসপাতাল থেকে রাজধানীর একটি প্রাইভেট ক্লিনিকে তাকে নিয়ে গেছে। রিংকু ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।