খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ফেসবুকে প্রেম করা নিয়ে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত শিপন (২১), উপজেলার বরমী ইউনিয়নের মৃধাপাড়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে। সে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিল। পুলিশ শনিবার সকালে তার লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. গোলাম কিবরিয়া জানান, শুক্রবার মধ্যরাতে শিপন ও তার প্রতিবেশী বন্ধু জ্যাকুয়ান (২০) বাড়ির ছাদের উপর একটি ছোট ঘরে অবস্থান করছিল। হঠাৎ করে শিপনের মোবাইল ফোনে একটি কল আসে। এ সময় শিপন জ্যাকুয়ানকে চলে যেতে বললে কিছু সময় পর সে বাসায় চলে যায়। পরে শনিবার সকালে শিপনের মা চায়না বেগম ছাদে ওঠে ওই ঘরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যানে শিপনের লাশ ঝুলে থাকতে দেখেন। পরে বাসার লোকজন ও পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে শিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
জ্যাকুয়ানের বরাত দিয়ে গোলাম কিবরিয়া জানান, ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার একটি মেয়ের সাথে শিপনের দীর্ঘদিন প্রেম নিবেদন চলছিল। শুক্রবার রাতে ওই মেয়ে শিপনকে মোবাইল করে। এ সময় জ্যাকুয়ান ওই ফোনালাপ টের পেলে শিপন তাকে সেখান থেকে সরিয়ে দেয়। শিপনের গলায় ফাঁস নেওয়ার দাগ রয়েছে।