খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
নারীরা ড্রাইভিং করেন বিষয়টা এখন স্বাভাবিক। তারা জীবিকার জন্য রিকশা চালানোর সংবাদও আপনার চোখে পড়ে থাকবে। তবে নারীরা যে জীবিকার জন্য ট্রাকও চালাতে পারেন একটু অবাক না হলেই নয়। সাধারণত শক্ত পেশির পুুরুষরাই ট্রাক ড্রাইভার হয়ে থাকেন। তবে পাকিস্তানি নারী শামীম আখতার প্রমাণ করে দিলেন নারীদের পেশি শক্তিও পুরুষের মত কাজ করে।
শামিম আখতার (৫৩) রাওয়ালপিন্ডির পাঞ্জাব শহরে থাকেন। তিনি ট্রাকে করে মাল সাপ্লাই দিয়ে থাকেন। শামিম আখতার পুরুষদের মতোই নিজের ট্রাকে মাল নিয়ে দূর দূরান্তে সফর করেন। তিনি মনে করেন নারীরাও অনেক কিছুর যোগ্যতা রাখেন। তারা সবকিছু করে দেখাতে পারেন।
ট্রাক চালানের প্রশিক্ষণ তিনি রাউলপিন্ডির ট্রাফিক পুলিশের কাছ থেকে নেন। সেই সঙ্গে ড্রাইভিং লাইসেন্সও অর্জন করেন।
সূত্র : হামারি ওয়েব উর্দু।