Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৫
83বুধবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। শক্তিশালী অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে রিয়াল জয় পায় ২-১ গোলে। আর বার্সেলোনা ৪-১ গোলে হেরে যায় সেল্টা ভিগোর কাছে। আজ আবার মাঠে নামছে দুই স্প্যানিশ জায়ান্ট। রাত ৮টায় লা লিগার নতুন দল লাস পালমাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আর রাত সোয়া দশটায় মালাগাকে আতিথ্য দেবে রিয়াল।
সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগে বার্সেলোনা ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে। কিন্তু সেল্টিকদের বিপক্ষে হারার পর তারা নেমে যায় পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে তাদের চিরশত্রু রিয়াল মাদ্রিদ উঠে যায় শীর্ষে। তাই আজকের ম্যাচে নতুন প্রতিপক্ষ লাস পালমাসের বিপক্ষে মাঠে নামার আগে বেশ সতর্ক বার্সা। দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা এ বিষয়ে বলেন, ‘সেল্টা ভিগোর কাছে হার মানার মধ্য দিয়ে আমাদের বেশ শিক্ষা হয়েছে। এখন সময় এগিয়ে যাওয়ার।’ ঘরের মাঠে গেল ১৬ ম্যাচ ধরে অপরাজিত বার্সেলোনা। তাদের সেই অপরাজিত থাকার ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।
এদিকে রিয়াল মাদ্রিদ সব ধরণের প্রতিযোগিতায় টানা পাঁচটি ম্যাচ জয় তুলে নিয়েছে। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে ধুকতে থাকা মালাগার বিপক্ষে মাঠে নামবে।
চলতি মৌসুমে মালাগা ৫টি ম্যাচে মাঠে নেমেছে। কিন্তু একটি ম্যাচেও জয় পায়নি। পাঁচটি ম্যাচের তিনটিতে হার ও দুটিতে ড্র করেছে তারা। ঝুলিতে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে দলটি। রিয়ালের বিপক্ষে তারা ঘুরে দাঁড়াতে চায়। এখন দেখার বিষয় সেটা তারা পারে কিনা।