Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
8সৌদি আরবের মিনায় স্ত্রীকে বাঁচাতে গিয়েই পদদলিত হন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের দক্ষিনপাড়ার গোলাম মোস্তফা খালেক (৫৫)। রেলওয়ের টেলিকম বিভাগের এই কর্মচারী চাকুরী জীবন থেকে অবসরে আসার প্রায় ১৩ মাস পর স্ত্রী রওশন আরা মৃধাকে (৪৫) নিয়ে হজ্ করতে যান। বনানীর সাকের ট্রাভেলস এন্ড ট্যুরস এর মাধ্যমে গত ২১শে আগষ্ট তারা হজ পালনে যান। গোলাম মোস্তফার ছেলে ইয়াছিন জানান, গত ২৪ শে সেপ্টেম্বর বিকেলে মোয়াল্লেম সাইফুল ইসলামের মাধ্যমে তার পিতা মারা গেছেন বলে খবর পান। তিনি বলেন, আম্মাকে সেইভ করতে গিয়েই আব্বা মারা গেছেন। আব্বা পড়ে যাওয়ার পরই আম্মা আব্বাকে জড়িয়ে ধরেছিলেন। তখন তিনি পায়ে ব্যাথা পান। গোলাম মোস্তফার পরিবার ঢাকার আশকোনায় বসবাস করেন। গ্রামে তাদের আত্মীয় স্বজনরা রয়েছেন।
ইয়াছিন জানান, তাদের মায়ের সঙ্গে তাদের কথা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পর থেকেই পরিবারের সবাই কান্নাকাটিতে ভেঙ্গে পড়েন। খবর পেয়ে আত্মীয় স্বজনরা আসছেন সান্তনা দিতে। ঢাকার বাসায় দোয়া, কোরান খতম আদায় করা হচ্ছে। গ্রামের বাড়িতেও শোকের ছায়া নেমে এসেছে। গোলাম মোস্তফার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।