খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অবস্থান শক্তিশালী করতে এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র অগ্রযাত্রা বন্ধ করতে সিরিয়ায় সামরিক অভিযান চালাতে পারে রাশিয়া। মার্কিন গোয়েন্দা রিপোর্টে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে। খবর- রেডিও তেহরান। হোয়াইট হাউজকে দেয়া গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে- রাশিয়া গত সপ্তাহে যেসব জঙ্গিবিমান সিরিয়ায় পাঠিয়েছে সেসব বিমান দিয়েই হামলা শুরু করতে পারে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলেস টাইমস এ খবর দিয়েছে। মার্কিন কর্মকর্তারা এর আগে দাবি করেছেন, রাশিয়া জঙ্গিবিমান ও টি-৯০ ট্যাংক পাঠিয়েছে। এছাড়া, ড্রোন পাঠিয়ে আইএসআইএল-বিরোধী গোয়েন্দাবৃত্তি শুরু করেছে। রুশ সরকারের এসব তৎপরতার কথা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের জন্য কাজ করছে আমেরিকা ও তার মিত্ররা। এর বিপরীতে বাশার আসাদকে সব ধরনের সমর্থন দিচ্ছে মস্কো।