খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
লাস পালমাসকে হারিয়ে বার্সেলোনা লা লিগার শীর্ষে উঠলেও এই ম্যাচে বড় একটা ধাক্কা খেয়েছে স্পেনের অন্যতম সফল ক্লাবটি। চোটে পড়েছেন দলের সবচেয়ে তারকা লিওনেল মেসি, প্রায় দুই মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। শনিবার কাম্প নউয়ে তৃতীয় মিনিটে বাম দিকে বল পেয়ে দ্রুত ডি বক্সে ঢুকে পড়েন মেসি। শট নেওয়ার মুহূর্তে পালমাসের দানিয়েল কাস্তেয়ানোর সঙ্গে পায়ে পায়ে সংঘর্ষ হয়। এরপর কিছুক্ষণ মাঠ থাকলেও শেষ পর্যন্ত দশম মিনিটে মাঠ ছাড়েন মেসি। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পালমাসের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ম্যাচ শেষে বার্সেলোনা এক টুইটে জানায়, মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। তাকে ৭ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এই সময়ে বার্সেলোনার ম্যাচগুলো ছাড়াও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচগুলোতে খেলা হবে না মেসির। গত বুধবারই মেসিকে রেখে ইকুয়েডর ও প্যারাগুয়ে ম্যাচের ২৬ সদস্যের দল ঘোষণা করেছিলেন আর্জেন্টনার কোচ জেরার্দো মার্তিনো। আগামী ৮ অক্টোবর ঘরের মাঠ ইকুয়েডর ও পাঁচ দিন পর প্যারাগুয়ের মাঠে স্বাগতিকদের বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে খেলবে বিশ্বকাপের রানার্সআপরা।