খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
লুই সুয়ারেজের জোড়া গোলে পালমাসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ইনজুরির কারণে প্রথমার্ধের খেলা কিছুক্ষণ চলার পরই হাঁটুর ইনজুরির কারণে মাঠ ছেড়ে যান আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। খেলায় মেসির অনুপস্থিতি পুষিয়ে দিয়েছেন সুয়ারেজ। খেলার ২৫ মিনিটে প্রথম গোল করেছেন সুয়ারেজ। ৫৪ মিনিটে দ্বিতীয় গোল করেছেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। খেলার ৮৮ মিনিটে জনাথন ভিয়েরা একটি গোল শোধ করেছেন। এর আগে গত সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে বড় হারের পর জয়ে ফিরেছে বার্সা। এই জয়ে দলটি লা লিগার টেবিলে আবারও শীর্ষে ফিরেছে।