Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
40টানা ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলো। শনিবার রাত ১২টার পর গ্যাস দেওয়া শুরু হয়েছে। রাজধানীর গ্যাস ফিলিং স্টেশনগুলোতে রাত ১২টার পর থেকে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। গ্যাসের অভাবে বন্ধ থাকা গণপরিহণগুলো সার করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ফিলিং স্টেশনগুলোর সামনে।
শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।বিবিয়ানা গ্যাসক্ষেত্রে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য এই ঘোষণা দেওয়া হয়।শেভরন পরিচালিত বিবিয়ানা দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র। দেশের উৎপাদিত মোট গ্যাসের প্রায় ৪৫ শতাংশই আসে এই গ্যাসক্ষেত্র থেকে।
ঈদের দিন শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ঈদের পরদিন গণপরিবহণের অভাবে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে।
ঈদের আগে ও পরে মোট সাত দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত দেয় সরকার। কিন্তু পরে বিবিয়ানার রক্ষণাবেক্ষণের কাজের জন্য স্টেশনগুলো ২৪ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সারা দেশেসিএনজি ফিলিং স্টেশন আছে ৫৭০টি । বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব সিএনজি ফিলিং স্টেশন সাধারণত বন্ধ থাকে।