খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর কাফরুলে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে এক শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ১টা ২০ মিনিটের দিকে কাফরুলের পূর্ব সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ছয়জন হলেন- দেলোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী জাহানারা (৪০), তাদের দুই মেয়ে আমেনা (২৫) ও ফাতেমা (১২), ছেলে জাহিদ (১৪) এবং আমেনার ছেলে আরমান (১)।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর আনজুম রশিদ জানান, রাত ১টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধ ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-ঘরের ভেতরে গ্যাসের লাইনে ছিদ্র ছিল। এই অবস্থায় কেউ সিগারেট জ্বালালে আগুন ধরে যায়।