খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
দুটি টেস্ট খেলতে সোমবার ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি’র তথ্য পাওয়ার কথা জানিয়ে শনিবার বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রোববার ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা শন ক্যারল।
বিমানবন্দর থেকে শন ক্যারল সরাসরি চলে যান অস্ট্রেলীয় দূতাবাসে। তাঁর সঙ্গে কথা বলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানও গেছেন সেখানে। দূতাবাসেই অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের সার্বিক বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা হবে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ অক্টোবর থেকে এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ অক্টোবর থেকে দুটি টেস্ট শুরু হওয়ার কথা। তার আগে ৩ অক্টোবর ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হওয়ার কথা অস্ট্রেলিয়ার।
কিন্তু ঢাকার মাটিতে পা রাখার মাত্র দুদিন আগে শনিবার সিএর ওয়েবসাইটে বলা হয়, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলীয় সরকার স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন টেস্ট দলকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক বিভাগ (ডিফ্যাট) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশে অস্ট্রেলীয়দের ওপরে সম্ভবত হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।’
আর তাই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।