Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
60র‌্যাবের মহা-পরিচালক বেনজীর অহমেদ বলেছেন, জঙ্গি দমনে র‌্যাব প্রিমিয়ার এলিট ফোর্স গঠন করেছে। বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় ও শান্তি কামী। তাই বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদ ও জঙ্গিদের কোন স্থান হবে না।
বাংলাদেশের মানুষকে সাথে নিয়েই র‌্যাব জঙ্গি দমন করবে। তিনি আজ রোববার সকালে গোপালগঞ্জ শহরের মান্দারতলায় গোপালগঞ্জ ক্লাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করে স্থানীয় সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসার, পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক এমবি সাইফ বি মোল্লাসহ পুলিশ ও র‌্যাবের পদস্থ কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে র‌্যাবের মহা-পরিচালক বেনজীর অহমেদ গোপালগঞ্জ শহরের মান্দারতলায় গোপালগঞ্জ ক্লাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করে দোয়া মোনাজাত করেন।