খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র সাঈদ খোকন কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। নগর ভবনে রবিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্দিষ্ট সময়ের মধ্যে বর্জ্য অপসারণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কোনো অলিগলিতে বর্জ্য থাকলে সঙ্গে সঙ্গে সিটি করপোরেশনের ওয়েব সাইটে অভিযোগ করেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণে ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত আছে। রবিবারও অনেক স্থানে কোরবানি হচ্ছে। এ কারণে কোনো কোনো স্থানে বর্জ্য অপসারণের কাজ আজও চলছে।
তবে রবিবার সকালে দক্ষিণ সিটি করপোরেশনের খিলগাঁও, শাহাজাহানপুর, বাসাবো, মুগদা ও মান্ডাসহ বিভিন্ন স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।
মান্ডার বাসিন্দা রহমতউল্লাহ দ্য রিপোর্টকে বলেন, আপনারাই টিভিতে দেখান সিটি করপোরেশন কাজ করে সব উদ্ধার করে ফেলছে। এখন আমারে জিজ্ঞেস করছেন কেন? সবতো আপনি দেখছেন। তিন দিন হয়ে গেছে ময়লা পরিষ্কার হচ্ছে না।
বাসাবোর গৃহিণী মেহেরুননেছা বলেন, এত দুর্গদ্ধ যে, এলাকা দিয়ে হাঁটাই মুশকিল। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা আশপাশের এলাকায় এলেও আমাদের এখানে আসেনি।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশেন সূত্রে জানা গেছে, ডিএনসিসিতে পাঁছ হাজার ২০০ ও ডিএসসিসিতে নিয়মিতভাবে তিন হাজার ৩০০, মোট সাড়ে আট হাজার পরিচ্ছন্নতাকর্মী রাজধানীজুড়ে কাজ করে থাকেন। তবে কোরবানির ঈদের জন্য অস্থায়ীভাবে দৈনিক মজুরিভিত্তিতে আরও সাড়ে আট হাজার অতিরিক্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হয়েছে।