খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
মিনা পদলিত হয়ে নিহতদের একজন সাভারের আমিনুর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলেও তিনি আমিনুল নন বলে নিশ্চিত করেছে সৌদি আরবে অবস্থি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল এ পর্যন্ত নিহতদের ছবি প্রকাশ করা ৬৫০ জনের মধ্যে তিন জন বাংলাদেশী রয়েছেন। তাদের একজন সাভারের আমিনুর রহমানও রয়েছেন। এদিকে কনস্যুলেট জেনারেল অফিস বলেছে, সাভার থেকে হজ করতে আসা আমিনুর রহমানের এক আত্মীয় ছবি দেখে নিশ্চিত করেছেন নিহত ব্যক্তি আমিনুর রহমান নন। নিহত ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হয়নি কনস্যুলেট জেনারেল অফিস।