খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
তিনদিনব্যাপী দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে সোমবার নয়াদিল্লী যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।বিশ্বব্যাংকের সহায়তায় ‘কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির’ (সিআইআই) উদ্যোগে ভারতের নয়াদিল্লীতে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘এচিভিং ইনক্লুসিভ গ্রোথ থ্রো ডিপার ইকোনমিক ইনটিগ্রেশন’। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় জানায়, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারিত করা এ সম্মেলনের মূল উদ্দেশ্য। দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ এবং আঞ্চলিক বাণিজ্য ফোরাম সাফটা-তে বাংলাদেশের অবস্থান নির্ধারণে এ সম্মেলন সহায়ক ভূমিকা পালন করবে। সার্কভুক্ত দেশসমুহের বাণিজ্যমন্ত্রী, উচ্চপদস্থ নীতি নির্ধারক, সরকারি কর্মকর্তা, শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, বহুজাতিক কোম্পানির প্রতিনিধি ও কূটনীতিবিদরা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
এ সম্মেলনের মিনিস্টিরিয়াল রাউন্ড-এ মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্ল্যানারি সেশন-৪-এ ‘দ্য পাওয়ার অব ১.৬ বিলিয়ন : এ ব্লুপ্রিন্ট ফর প্রোসপারিটি’ শীর্ষক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বক্তব্য রাখবেন। এছাড়া সফরকালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে মন্ত্রীর।