Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
80১৫৩ রানের শক্ত জুটি গড়ে শেষপর্যন্ত ভারতীয় ‘এ’ দলের প্রথম উইকেট ফেলতে সক্ষম হলেন বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। তবে বল হাতে এই সফলতা দেখিয়েছেন কর্ণাটকের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের অলরাউন্ড নৈপুণ্য দেখানো তারকা শুভাগত হোম। ৩৪ রানের মাথায় সরাসরি বোল্ড করে আভিনাভ মুকুন্দকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন এই টাইগার বোলার।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় এ দলের সংগ্রহ ৩৩ ওভারে ১ উইকেট না হারিয়ে ১৬১ রান। ব্যাট হাতে ক্রিজে আছেন শেখর ধাওয়ান ১১৬ রান ও শ্রিয়াস ইয়ার ৬ রান নিয়ে।
সকালে ব্যাঙ্গালোরের এম চিন্বাসামী স্টেডিয়ামে টসে জিতে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক শেখর ধাওয়ান বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানালে প্রথমেই বিপদে পরে যায় টাইগাররা। মাত্র ৬ রানে প্রথম সারির ৪ ব্যাটসম্যানকে আউট হওয়ার পর নাসির কিছুটা ধরলেও ব্যক্তিগত ৩২ রানের মাথায় ফিরে যান এবং পরে কর্ণাটকের বিপক্ষে বাংলাদেশের নায়ক শুভাগত হোম ৬২ রানের একটি ঝকঝকা ইনিংস খেলে ভারতীয় সফল বলার ভেরন অরুনের শিকার হয়ে ফিরে যান।
পরে সাব্বির রহমান বাংলাদেশকে একাই সম্মানজনক স্কোরের দিকে নিয়ে যাবার পথে সঙ্গির অভাবে শেষ পর্যন্ত ১২২ রানের একটি ভয়ংকর ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে লজ্জা থেকে উদ্ধার করেন। ১৩১ বলে ওয়ানডে মেজাজে খেলা এই ইনিংসটি সাজিয়েছেন ২৩টি চার এবং ১টি বিশাল ছয়ের হাঁকিয়ে।
১২২ রানে অপারজিত থাকলেন সাব্বির কিন্তু অপর দিক থেকে সবাই একে একে চলে গেলেন প্যাভিলিয়নে এবং সেই সুবাদের বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসের রান গিয়ে শেষ ২২৮ রানে। দিনের শুরুর মত ২২০-২২৮ রানের মধ্যে উইকেট গুলো ঝড়ো গতিতে নিয়ে যান উমেশ যাদব। সব থেকে বড় লজ্জার বিষয় হল বাংলাদেশের ১১ জন ব্যাটসম্যানের মধ্যে মোট ছয় জন কোন রান না তুলতেই আউট হয়ে ফিরে গেছেন।
ভারতের পক্ষে সবথেকে সফল বোলার হিসেবে ভেরন অরুন ও উমেশ যাদব সর্বোচ্চ ৪ উইকেট করে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধ্বস ধরিয়ে দেয়।