Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
81ইউএস ওপেনের পর এবার গুয়াংঝাউ ওপেনের শিরোপা জিতে সপ্তম শিরোপা জয়ের স্বাদ পেয়েছে বিশ্বের ১ নম্বর টেনিস জুটি সানিয়া মির্জা এবং মার্টিনা হিঙ্গিস।
মাত্র ৫৮ মিনিটে চায়না জুটি শিলিন জু ও জিয়াওডি ইউকে সরাসরি ৬-৩, ৬-১ সেটে হারিয়ে জয় তুলে নেয় এই ইন্দো-সুইস জুটি।
এই জয়ের মধ্য দিয়ে সানিয়া এ মৌসুমে সপ্তম শিরোপা জিতলেন। যার মধ্যে হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে ইউএস ওপেন, উইম্বলডনসহ শিরোপা জিতেছেন ছয়টি। আরও জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি আর চার্লসটন শিরোপা।