কামরুল হাসান, ঠাকুরগাঁও ॥ খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৫
জেলা শহরের বিজিবি ক্যাম্প এর সামনে সত্যপীর ব্রীজ সংলগ্ন এলাকায় মাহী সুপার মার্কেট হতে একটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে সত্যপীর ব্রীজ এলাকার মাহী সুপার মার্কেটের নয়ন টেলিকম নামক মোবাইলের দোকানে একটি সংঘবদ্ধ চোরের দল দোকানের গ্রীল কেঁটে ৭০টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। পরবর্তীতে দোকানের মালিক নয়ন থানায় অভিযোগ করে। অভিযোগের পরি পেক্ষিতে তাৎক্ষনিক ভাবে সদর থানার ওসির নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ২নং গেট সংলগ্ন ফকিরপাড়া এলাকার অভিযান চালিয়ে আব্দুল আজিজের ছেলে রানা(২৭),এর বাসায় বস্তায় ভরা অবস্থায় সবগুলো মোবাইল সেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উলে¬খ্য চুরিকৃত মালামালের মূল্য ৭৫ হাজার ১০০টাকা বলে যানা যায়। উক্ত চুরির সাথে জড়িত থাকার অপরাধে এলাহী ও শাহজাহান নামে আরো ২ ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলিয়ে যাচ্ছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মসিউর রহমান। তিনি আরো বলেন অভিযোগের পেক্ষীতে সমস্ত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং বাকী ২ জন কে আটক করার জোর চেষ্টা চলছে।