Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
5আফগানিস্তানে একটি ক্রিকেট ম্যাচ চলাকালে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অর্ধশতাধিক ।
পাকিস্তান সীমান্ত সংলগ্ন পাকতিকা প্রদেশে রোববার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।
স্থানীয় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ফুটবল খেলা চলাকালে আত্মঘাতী হামলা হওয়ার কথা জানালেও পরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত ম্যাচটি দেখতে উপস্থিত স্থানীয় সরকারের সদস্যদের লক্ষ করেই হামলাটি চালানো হয়েছে।
হামলার দায় অস্বীকার করেছে আফগান তালেবান। যে হামলাগুলোতে বেসামরিক মানুষ বেশি হতাহত হয়, সাধারণত সে হামলাগুলোর দায়িত্ব স্বীকার করে না তালেবান।
গত বছর একটি ভবিবল ম্যাচ চলাকালে একই কায়দায় চালানো এক আত্মঘাতী হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন।
গত বছর আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের প্রত্যাহার করে নেয়ার পর থেকে তালেবান বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে আসছে দেশটির নিরাপত্তা বাহিনীগুলো।