Mon. May 5th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
8পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন লাখ-লাখ মানুষ। পরিবারের সাথে ঈদ কাটিয়ে ঈদের ছুটি শেষে আবারো ঢাকায় ফিরতে শুরু করেছে তারা। ফলে আবারো ব্যস্ত হচ্ছে ১ কোটি ৮০ লাখের বেশী মানুষের এই শহর।
ইতোমধ্যে তিনদিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস ছিল আজ রবিবার। তাই অনেকেই অফিস করতে চলে এসেছেন ঢাকায়। তবে সে সংখ্যা খুবই কম। আজ সরকারি-বেসরকারি কর্মস্থল খুললেও রাজধানীতে ছুটির আমেজ কাটেনি। যারা আজকে অফিস করছেন তারা নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। একে অপরের সাথে কোলাকুলি করে।
ঈদের আগে ঢাকার বাস, লঞ্চ, ট্রেন স্টেশনে টিকেটের জন্য মানুষের অপেক্ষা থাকলেও এখন সেটা জেলাশহর বা উপজেলা শহর গুলোতে দেখা যাচ্ছে। ঢাকায় পাড়ি জমানোর জন্য তারা ভিড় জমাচ্ছেন নিজ-নিজ জেলা বা উপজেলা শহরের বাস, লঞ্চ বা ট্রেন স্টেশনে।
ফিরতি মানুষের কারণে আবারও ব্যস্ত হচ্ছে রাজধানী। আবারো দেখা যাবে যানজট আর মানুষের ভিড়। এখনকার ফাঁকা রাস্তা আবারো বিভিন্ন যানবাহনে হবে পূর্ণ। রাস্তার মোড়ে-মোড়ে আবারো দেখা যাবে বাসের কিংবা অন্য পরিবহনের যাত্রীদের। যানবাহনের শব্দে আবারো শুরু হবে শব্দদূষণ।
সরকারি-বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান আবারো থাকবে মুখরিত। সবাই আবারো ব্যস্ত হয়ে যাবে নিজ-নিজ কাজে। সবার ব্যস্ততায় আবারো ব্যস্ত হবে এই কয়েকদিনের শান্ত থাকা ঢাকা।