খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালিয়েছে।
নিহতের নাম ইকবাল সমাদ্দার (২৫)। সোমবার সকালের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইকবাল কোটাকোল গ্রামের রূপাই সমাদ্দারের ছেলে।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শিমুল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেন হিমুর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সোমবার সকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের গোলাগুলিতে একজন নিহত ও ১৫ জন আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।