খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
জঙ্গিবাদ নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ সরকারের কয়েকজন মন্ত্রীর বক্তব্যের কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মত বিএনপিও বিশ্বাস করে বাংলাদেশ জঙ্গিবাদের অস্তিত্ব নেই। কিন্তু তথ্যমন্ত্রী ইনুসহ কয়েকজন মন্ত্রী বাংলাদেশে জঙ্গিদের অস্তিত্বের কথা বলে আসছেন। এর কারণে অস্ট্রেলিয়ার উদ্বেগ তৈরি হয়েছে। ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার দলের সফর পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।’
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ প্রমুখ।