খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
আজ সোমবারের বাংলাদেশ অস্ট্রেলীয় ক্রিকেটারদের নাগরিকদের নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আজ বৈঠকে বসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর উ”চপদস্থ কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সর্বো”চ কর্তাদের সঙ্গেও মিটিং করবেন তিনি। এই মিটিংয়ের পরই অস্ট্রেলিয়া দলের ঢাকায় আসার বিষয়টি নিয়ে সকল প্রশ্নের পরিষ্কার উত্তর পাওয়া যাবে।
সোমবার ঢাকায় পৌঁছানোর কথা ছিলো টিম-অস্ট্রেলিয়ার। কিন্তু শনিবার সন্ধ্যায় ক্রিকেটারদের ‘নিরাপত্তা-ঝুকির’ কথা বলে সে সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।
এদিকে বাংলাদেশে পাঠানো অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদের এ অমূলক আশঙ্কার বিষয়টি খতিয়ে দেখবেন এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন বলে আশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি বলেছেন ‘ ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি বিষয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া মহাদেশ নিয়েই তাদের শঙ্কিত তারা।