খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
সোমবার দুপুর দেড়টায় চকরিয়ার পশ্চিম হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় কক্সবাজারমুখী মাইক্রোবাস ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় আরো ১০ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চকরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।