খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
এদিকে টানা পাঁচ দিন বন্ধের পর বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন রাইজিংবিডিকে জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর বুধবার থেকে ২৭ সেপ্টেম্বর রোববার পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। সোমবার সকাল সাড়ে ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে হিলিস্থল শুল্ক স্টেশনের সব বিভাগ চালু রয়েছে এবং বন্দরের সব শ্রমিক তাদের কাজে যোগ দেওয়ায় বন্দরে পণ্য লোড-আনলোডসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।