খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫
টানা পাঁচ দিন (২৩ থেকে ২৭ সেপ্টেম্বর) পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনসহ যাবতীয় দাফতরিক কার্যক্রম চালু হয়েছে। অন্যান্য দিনের মতো এ দিন সকাল সাড়ে ১০টায় উভয় স্টক এক্সচেঞ্জে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্টক এক্সচেঞ্জ লেনদেন চলাকালীন সময়ে কোনো প্রকার কারিগরিত্রুটি লক্ষ্য করা যায়নি বলে এক্সচেঞ্জ কর্তৃপক্ষ দ্য রিপোর্টকে নিশ্চিত করেছে।
এ দিনে লেনদেনের শুরুর প্রথম ২০ মিনিটে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৭.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৬০ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১৯৩ পয়েন্টে। এ সময় ডিএসইতে মোট ১৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। যার মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২৯টি ও অপরিবর্তীত রয়েছে ৩৫টি শেয়ার ও ইউনিটের দর। এ সময়ে ডিএসইতে মোট লেনদেন হয় ১৭ কোটি টাকা।
এ দিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ১৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯ হাজার ৬১ পয়েন্টে। একই সঙ্গে সিএসই শরিয়াহ সূচক (সিএসআই) ১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৫৫ পয়েন্টে। এ সময় সিএসইতে মোট ৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়। যার মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১১টি ও অপরিবর্তীত রয়েছে ৫টি শেয়ার ও ইউনিটের দর। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ১০ লাখ টাকা।